আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির নেতাদের নির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের বিচার ও জামিনের ব্যাপারে শুধু আদালতই কথা বলতে পারেন। বিচার ও জামিনের বিষয়ে আদালত ছাড়া অন্য কেউ কথা বলতে পারে না।
প্রতীক বরাদ্দের পর মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) এ প্রচার চালানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে আনিসুল হক বলেন, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। উনি (রিজভী) তো, কোথায় বসে বসে বাণী ছাড়েন। ওনার বাণীগুলো সম্পূর্ণ অসত্য, তথ্যভিত্তিক নয়।
আইনমন্ত্রী বলেন, কসবা-আখাউড়ার জনগণের কাছে আমার চাওয়া হচ্ছে তাদের ভালোবাসা। গত ১০ বছর তাদের সেবা করেছি এবং তাদের ভালোবাসা পেয়েছি। আমি চাই আমার প্রতি তাদের যে ভালোবাসা, সেটা যেন অব্যাহত থাক।
এসময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।