ক্রীড়া ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে আরও এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড ও লিভারপুল। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করেছে তারা। নিউক্যাসেলের মাঠ সেইন্ট জেমস পার্কে জোড়া গোল করেন লিভারপুুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৫ মিনিটে পিছিয়ে যায় লিভারপুল। দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন আলেক্সান্দার ইসাক। একটু পর আন্তোনিও গর্ডন লিভারপুল গোলরক্ষক কেলেহারকে একা পেয়েও গোল করতে না পারায় ব্যবধান বাড়াতে পারেনি নিউক্যাসল।
দ্বিতীয়ার্ধে অবশ্য আধিপত্যের সঙ্গে লিডও হারায় নিউক্যাসল। ম্যাচের ৫০ মিনিটে সালাহর পাস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান কার্টিস জোনস।
এরপর অল্প সময়ের মধ্যে এগিয়ে যাওয়ার দুটি সুযোগ আসে লিভারপুলের সামনে। তবে কাছাকাছি গিয়েও গোল পাওয়া হয়নি তাদের। ৬২ মিনিটে গর্ডনের দারুণ এক গোলে ফের ম্যাচে লিড নেয় স্বাগতিক নিউক্যাসল। তবে সালাহর জাদুতে দ্রুত লিড হারানোর পাশাপাশি পিছিয়েও পড়ে তারা।
ম্যাচের ৬৮ ও ৮৩ মিনিটে গোল করেন সালাহ। এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা ৭ ম্যাচে ৯ গোল করলে সালাহ। আর সব মিলিয়ে লিগে তার গোল সংখ্যা ১১। তবে সালাহ–জাদুতে লিভারপুল যখন জয় দেখছিল, তখনই ম্যাচের ৯০ মিনিটে ফ্যাবিয়ান শার গোল করে সমতায় ফেরান নিউক্যাসলকে। এরপর অবশ্য আর কোনো দল গোল পায়নি।
রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয়েছে ৩–৩ গোলে। লিভারপুল ৩৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১৪ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। চেলসিরও ২৮ পয়েন্ট, গোল পার্থক্যে দুইয়ে আছে তারা। ম্যানচেস্টার সিটি ২৬ পয়েন্ট নিয়ে চারে আছে। আসরে পঞ্চম হারের স্বাদ পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ১৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে।