শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেফতারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩ বার পঠিত

উত্তরা সংবাদ দাতা হাফসা : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতা হত্যাকারী খুনি ওসি শাহ আলমকে গ্রেফতার জড়িতদের বিচারের দাবি জানিয়ে উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্র-জনতা।

এ সময় তারা শেখ হাসিনার দালালেরা হুশিয়ার সাবধান,আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, পুলিশ লীগের দালালেরা হুশিয়ার সাবধান, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, দিয়েছি তো রক্ত আরো দিবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আওয়ামীলের দালালেরা হুশিয়ার সাবধান, ছাত্র লীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও,যুবলীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগান দিয়ে উত্তরা বিএনএস সেন্টার থেকে বিক্ষোভ মিছিল করতে করতে হাউজ বিল্ডিং হয়ে উত্তরা আজমপুর পূর্ব থানার পাশে গিয়ে মিছিল শেষ করে।
সেখানে তারা প্রশাসনের লোকদের সাথে কথা বলেন এবং পলাতক আসামি শাহ আলমকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দেশ স্বাধীন হলেও ফ্যাসিবাদের হাত থেকে উত্তরা এখনো স্বাধীন হয় নি। তারা আরো বলেন, আজ শুক্রবার রাত ১১ টায় তাদের দেওয়া সময় শেষ হবে।
এ সময়ের মধ্যে খুনি ওসিকে গ্রেফতার করা না হলে উত্তরা অচল করে দিবে তারা।

বিমানবন্দরে মহাসড়কে
ছাত্র-জনতার বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহান।
তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আস্বস্ত করে বলেন, ছাত্র-জনতা যে ভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ দেশ থেকে ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে, ঠিক সেই ভাবে আপনাদের সকলের সহযোগিতায় পলাতক ওসিকে গ্রেফতার করবো। আমারা বসে নেই আমরা আপনাদের সহযোগিতা চাই। তিনি আরো বলেন
আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এ বিষয়ে আন্তরিক ভাবে কাজ করছেন,অতি শিগগিরই আপনারা ভালো খবর পাবেন।
ওসি মুহিবুল্লাহ জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটি রিপোর্ট দিবে। এ ঘটনায় ওসি সহ যারাই জড়িত থাকুক না কেন সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিসি রওনক জাহান উপস্থিত গণমাধ্যমকে বলেন, আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে কোন অপরাধেরই ক্ষমা হবে না। থানা থেকে
পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেফতারে তারা সব ধরনের চেষ্টা করছেন।

এ সময় বৈষম্য বিরোধী
আন্দোলনরত শিক্ষার্থী ও বিক্ষোভকারীরা বলেন ২৪ ঘন্টার মধ্যে পলাতক খুনি আসাপ ওসি শাহ আলমকে প্রশাসন গ্রেফতার করতে না পারলে তারা আন্দোলন চালিয়ে যাবে।
এছাড়াও তারা আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবে।
গতকাল বৃহষ্পতিবার রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যায় গ্রেপ্তার হওয়া সাবেক ওসি মোঃ শাহ আলম।
এ ঘটনায় পুরো উত্তরা এলাকায় থম থমে ভাব বিরাজ করছে।
পুলিশের বিরুদ্ধে চরম ক্ষোভ সৃষ্টি হওয়ার কারণে
থানা ভবন পুলিশ শূন্য, ডিউটি অফিসার ছাড়া কাউকে পাওয়া যায় না।
ফোন করেও অফিসার ইনচার্জ, ওসি তদন্ত কাউকে পাওয়া যায় না। জরুরি সেবা প্রার্থীরা চরম বিপাকে।

জানা যায়, খুনি ওসি শাহ আলম বার্থরুমে যাওয়ার কথা বলে কৌশলে থানা থেকে পালিয়ে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়ার মধ্যেই থানা-পুলিশের হেফাজত থেকে কৌশলে
বেলা সাড়ে ১১টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যান।
গত ২রা সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলায় তাকে আসামি করা হয়।

ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন।
আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে উত্তরা বিএনএস সেন্টার থেকে শুরু হওয়া মিছিলের কারণে অল্প সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে।
এ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরা বিমানবন্দর মহাসড়ক আজমপুর ও বিএনএস সেন্টার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ সতর্ক অবস্থায় থাকা সেখানে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় নি। এ সময় উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ইনকিলাবকে বলেন,অত্যন্ত বিচক্ষণতার সাথে সিনিয়র নেতৃবৃন্দ এ ঘটনাটি তাদারকি করছেন। আন্দোলনকারীদের সাথে ও ওনার কথা হয়েছে।
তারা শান্তি পূর্ণ ভাবে দাবি দাওয়া জানিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com