সাগরে ইলিশ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞায় বাংলাদেশের কোনো লাভ হয়নি বলে মনে করেন, উপকূলের জেলে ও ব্যবসায়ীরা। কেননা নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে প্রতিবেশি দেশের জেলেরা বাংলাদেশের সীমানায় এসে মাছ ধরেছে। তাই দুই দেশের মধ্যে সমন্বয় করে নিষেধাজ্ঞা জারির আহ্বান তাদের।
ইলিশ সংরক্ষণে মাছ ধরার ওপর সরকার নির্ধারিত ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময়কাল শেষ হয়েছে। ট্রলারগুলো ভিড়ছে পাইকারী বাজারে। কিন্তু জেলে ও মাছ ব্যবসায়ীদের মুখে হাসি নেই। দীর্ঘদিন তারা মাছ ধরেন নি তাই প্রত্যাশা ছিলো অনেক বেশি মাছ পাওয়ার।
মাছের ব্যবসায়ীরা জানান, ইলিশ ধরার নিষেধাজ্ঞার কারণে নির্বিঘ্নে মা মাছ ডিম ছাড়তে পারে। কিন্তু এ সময়ে বাংলাদেশের জেলেরা মাছ না ধরলেও প্রতিবেশী রাষ্ট্রের জেলেরা সমুদ্র সীমায় এসে মাছ ধরে নিয়ে যায়।
সরকারের কিছু পদক্ষেপের কারণে ইলিশ মাছের উৎপাদন বেড়েছে নি:সন্দেহে কিন্তু সামগ্রিক অবস্থা বিবেচনায় প্রয়োজন আরো অনেক গবেষণা।