ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দলের চতুর্থ এক দিনের ম্যাচ। দিনের শুরুতে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হলে খেলা দৈর্ঘ্য কমিয়ে নিয়ে আসা হয় ৪০ ওভারে। এরপর টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ‘এ’ দল ৪০ ওভারে অল আউট হয় ১৭৬ রানে। জবাবে ৮.২ ওভারে আফগানরা বিনা উইকেটে ৫৭ রান তুলে ফেলার পর ফের বৃষ্টি নামলে ম্যাচ আর শেষ করা যায়নি। ফলে সিরিজের চতুর্থ এক দিনের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
গতকাল শনিবার বিকেএসপিতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ভেঙে যায় ইমরুল কায়েস-নাঈম আহমেদের উদ্বোধনী জুটি। রান আউট হয়ে ১ রানে ফিরে যান নাঈম। ওয়ানডাউনে নামা জাকির আউট হন শূন্য রানে। ফজলে মাহমুদও ১৩ রানের বেশি করতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে ৬৩ বলে ৩৩ রানের ধৈর্যশীল ইনিংস খেলে আউট হয়ে যান ইমরুলও।
আফিফের ৪৫ রানের ইনিংসই বাংলাদেশ ‘এ’ দলের সর্বোচ্চ, জাকের আলি করেন ২৩ রান। ডানহাতি পেসার নাভিন-উল-হক নেন ৫ উইকেট। জবাবে ইব্রাহিম জাদরানের ৩০ ও রহমানউল্লাহ গুরবাজের ২১ রানে আফগানদের রান যখন বিনা উইকেটে ৫৭ তখনই বৃষ্টি থামিয়ে দেয় খেলা।