জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হকের নির্দেশে বিমানবন্দরে চলছে মশা নিধন কর্মসূচি।
সকাল-বিকাল পালাক্রমে দিনে দুইবার বিমানবন্দর এলাকায় মশার ওষুধ দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান।
তিনি বলেন, রাজধানীর অন্য স্থানের তুলনায় শাহজালালে মশার উপদ্রব তুলনামূলক কম। প্রকৃতপক্ষে বিমানবন্দরের অভ্যন্তরে মশার প্রজনন স্থান কম। অত্র এলাকায় ময়লা আবর্জনা, ডোবা এবং জমে থাকা পানি কম থাকায় মশার বংশবিস্তার কম হয়। মূলত মশার প্রজনন ঘটে বিমানবন্দরের বাইরে। আর বাইরের মশা বিমানবন্দরের এসে উৎপাত করে। তবে এটি কোনোভাবেই তীব্রতর নয়।
তিনি আরও জানান, বিমানবন্দরে মশার উপদ্রব কমাতে সিটি কর্পোরেশনকে সঙ্গে নিয়ে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অত্র এলাকায় প্রতিদিন মশা নিধনে ওষুধ ছিটানো হচ্ছে। যার কারণে বিমানবন্দরে মশার উপদ্রব অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক কম।
জানা গেছে, বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশক নিধন কার্যক্রম দেখতে সরেজমিনে যাওয়ার কথা ছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হকের। তবে অসুস্থতাজনিত কারণে শেষ পর্যন্ত তিনি যেতে পারেননি।