সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

সরকারের আন্তরিকতার অভাব নেই ডেঙ্গু নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০১৯
  • ২৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সরকারের আন্তরিকতার অভাব আছে বলে আমরা মনে করি না। ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতা এখন কমে যাচ্ছে। তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এটা বলা যাবে না।

রোববার (৪ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতা এখন কমে যাচ্ছে। তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এটা বলা যাবে না। সরকারকে এদিকে আরও দৃষ্টি দিতে হবে। ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়লে এটা হবে উদ্বেগজনক।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, সরকার ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা করেছে, এতে সন্দেহের অবকাশ নেই। এতদিন পর্যন্ত আমরা দেখেছি প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, রোগীরা মারা যাচ্ছে। এটা যথেষ্ট উদ্বেগের কারণ ছিল। আমরা চাইব, সরকার ডেঙ্গু মোকাবিলায় আরও উদ্যোগী হোক।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মো. নোমান মিয়া, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা মোস্তফা আল মাহমুদ, জয়নাল আবেদিন, সোলায়মান সামি, দিন ইসলাম শেখ প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com