নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর মিরপুর সেকশন-৭ এ চলন্তিকার মোড়ে অগ্নিকাণ্ডে বস্তির প্রায় সাড়ে ৫শ থেকে ৬শ ঘর পুড়ে যাওয়ার ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই কমিটির প্রধান উপ-পরিচালক (অ্যাম্বুলেন্স) আবুল হোসেন, সদস্য সহকারী পরিচালক (অপারেশন্স) আব্দুল হালিম ও সদস্য উপ-সহকারী পরিচালক (ঢাকা জোন-২) নিয়াজ আহমেদ।
কমিটির সদস্য ও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ঢাকা জোন-২) নিয়াজ আহমেদ কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন ফায়ার ডিজি।