নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বঙ্গবন্ধু আমাদের আজ ও আগামীর মধ্যে সেতুবন্ধ। তিনি তাঁর জীবনে অল্প সময়ে আমাদের আগামীর সব নির্দেশনা দিয়ে গিয়েছেন। বঙ্গবন্ধুর হত্যাকারীরা ভেবেছিল, তাঁকে বাঙালির মন থেকে মুছে দেওয়া যাবে। কিন্তু তারা ভুল করেছিল। কারণ তারা বোঝেনি বঙ্গবন্ধুর মতো নেতাকে মুছে দেওয়া যায় না। যত দিন এ পৃথিবী থাকবে, যত দিন সূর্য উঠবে তত দিন তিনি থাকবেন সূর্যের মতো দেদীপ্যমান।’
গতকাল সোমবার বাংলাদেশ সচিবালয়ে অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও বাঙালির সবচেয়ে হূদয়বিদারক ও শোকের দিন ১৫ আগস্ট। আসুন, আমরা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করি। তাঁর ত্যাগ এবং তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্তসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।’