সর্বোচ্চ ক্যাটাগরি ৫ ঝড়ে রূপ নিয়েছে আটলান্টিকে সৃষ্ট সামুদ্রিক ঝড় ‘ডোরিয়ান’। বর্তমানে ঝড়টি আটলান্টিকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামার দিকে এগিয়ে যাচ্ছে। এর চোখ বিস্তৃত রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্লোরিডা থেকে ক্যারোলিনা পর্যন্ত। এ ঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে অসংখ্য ঘর-বাড়ি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, এক সপ্তাহ ধরে ঝড়টি বিভিন্ন সময়ে তার গতিপথ পরিবর্তন করেছে। প্রথমে ঝড়ের আঘাতস্থল পুয়োর্তে রিকোর কথা বলা হলেও পরে তা পরিবর্তন হয়ে যায়। ধীরগতি প্রতিনিয়ত এর গতিপথ পরিবর্তনের পাশাপাশি শক্তি বাড়িয়েছে। সবশেষ যা সর্বোচ্চ ক্যাটাগরি ৫-এ পৌঁছেছে।
‘ডোরিয়ান’কে পৃথিবীপৃষ্ঠে এ বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। ঝড়ের এ অবস্থাকে ‘সবচেয়ে খারাপ এবং ঘরবাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া ও ভবন ধ্বংসস্তূতে পরিণত’ করাকে বোঝায়। ক্যাটাগরি ৫ ঝড়ের বাতাসের গতিবেগ হয় ঘণ্টায় ১৫৭ মাইল বা তার বেশি।
ঝড়ের তীব্র বাতাসের প্রভাবে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সর্তকতাও জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন বিমানবন্দর।