ধর্ম ডেস্ক,সিটিজেন নিউজ: সৌদি আরবের ৪১তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ক্ষুদে হাফেজ মুহাম্মদ শিহাব উল্লাহ। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার সৌদি রিয়াল।
গত ৭ সেপ্টেম্বর শুরু হয় এ প্রতিযোগিতা। বিশ্বের ১০৩ দেশ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রাজধানী ঢাকার কারী নাজমুল হাসান পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মদ শিহাব উল্লাহ এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন
গত বুধবার (১১ সেপ্টেম্বর) পবিত্র নগরী মক্কায় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষে তার ভাই ও মক্কা মুকাররমার গভর্নর খালিদ আল-ফায়সাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
সৌদি আরব সফরের শুরুতেই কারি নাজমুল হাসান (দা.বা.) আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম ও পতাকার সম্মান রক্ষায় হাফেজ শিহাব উল্লাহর জন্য দোয়া কামনা করেছিলেন। অবশেষে আল্লাহ তাআলা হাফেজ শিহাব উল্লাহকে সফলতা দান করেছেন।
১০ বছরের হাফেজ শিহাব উল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়ায়। হাফেজ শিহাব উল্লাহ এ প্রতিযোগিতায় উপহারস্বরূপ ৫০ হাজার রিয়াল (১১ লাখ টাকা) পুরস্কার লাভ করেছেন।
উল্লেখ্য, হাফেজ মুহাম্মদ শিহাব উল্লাহ ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ায় ৪৩ দেশ নিয়ে আয়োজিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন।