জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ:ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন ও প্রজ্ঞাবান নেতৃত্বে তারই ঘোষিত ডিজিটাল বাংলাদেশ সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে। এরই ধারাবাহিকতায় বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে বাংলাদেশ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা ক্লাবে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ও জেডটিইয়ের সহযোগিতায় বিটিসিএল আয়োজিত ‘আনলকিং পটেনসিয়ালস ফর বেটার ফিউচার’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মূল চালিকা শক্তি ডিজিটাল প্রযুক্তি। ডিজিটাল রূপান্তরের ফলে দেশে ২০২৪ সালের মধ্যে এমন কোনো বাড়ি থাকবে না, যে বাড়িতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের চাহিদা হবে না। জনগণের দোরগোড়ায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে বিটিসিএলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ কতটা প্রস্তুত, তা যথাযথভাবে নিরূপণের মাধ্যমে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, ৫জি কেবল একটা কথা বলার প্রযুক্তি বস্তুত পক্ষে তা নয়। কথা বলার জন্য ৪জি প্রযুক্তি যথেষ্ট। তিনি দৃঢ়তার সাথে বলেন, ৫জি দেশে একটা শিল্পবিপ্লব ঘটাবে। এ কারণে জন্য এই প্রযুক্তি শহরের চেয়ে গ্রামে বেশি প্রয়োজন হবে। গ্রামে স্বাস্থ্য ও কৃষিতে তা লাগবে। বিটিসিএলের অনেক কাজ জনসেবায় করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
মন্ত্রী বিটিসিএল ল্যান্ডফোনের লাইনরেন্ট বাতিল ও ১৫০ টাকায় যেমন খুশি কথা বলার ঘোষিত প্যাকেজের সুফল তুলে ধরে বলেন, এখন ল্যান্ডফোনের চাহিদা প্রতিদিনই বাড়ছে। লাইন মেরামতসহ সেবার মান নিশ্চিত করতে পারলে বিটিসিএল ঘুরে দাঁড়াবেই।