বিনোদন প্রতিবেদক: ‘মনপুরা’, ‘স্বপ্নজাল’ ছবির পর আবারও নতুন ছবি নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। এবার তিনি নির্মাণ করছেন ‘পাপ-পুণ্য’। তিনি চমক দেখিয়েছেন এই ছবির শিল্পী বাছাইয়ে। যে কারণে খুব সহজেই ছবিটি সবার নজর কেড়েছে।
সেলিমের ‘পাপ-পুণ্য’ সিনেমায় দেখা যাবে চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকিসহ আরও অনেক প্রিয়মুখ।
নতুন খবর হলো, ছবিটির শুটিং শেষ হয়েছে। গত ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলে দৃশ্যধারণের কাজ। গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘সবমিলিয়ে ৩৪ দিন শুটিং করেছি আমরা। সিনেমার প্রাথমিক শুটিং শেষ হয়েছে। এখন এডিটিংয়ের কাজ চলবে। এরপর যদি মনে হয়, কিছু শট দরকার তবেই আবার ক্যামেরা চলবে।’
চাঁদপুরের হরিপুর চৌধুরী বাড়িতে সিনেমাটির প্রথম লটের ১৫ দিনের শুটিং হয়েছে। এরপর ঢাকা ও ঢাকার আশপাশে বেশকিছু এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ হয়।
এদিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘সিনেমাটি কবে মুক্তি পাবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সিনেমা তৈরির কাজ পুরোপুরি শেষ হোক। তবেই জানাতে পারবো।’
ছবির গল্প প্রকাশ করতে রাজি নন পরিচালক। চমক হিসেবে রেখেছেন দর্শকের জন্য। তিনি নিশ্চিত করেছেন নিটোল প্রেমের গল্পেই তিনি নির্মাণ করছেন ‘পাপ-পুণ্য’।