তথ্যপ্রযুক্তি ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্নকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয়ে বিভিন্ন ধরনের তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবা নিয়ে জামালপুরে যাত্রা শুরু করেছে আইটি প্রতিষ্ঠান টেকনগর।
সম্প্রতি জামালপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে।
টেকনগরের প্রধান নির্বাহী ফেরদৌস ইবনে কাদের জানান, ‘টেকনগর মূলত মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। অন্যান্য জেলার তুলনায় জামালপুরে তরুণ আইটি উদ্যোক্তার সংখ্যা খুবই কম। আগ্রহী তরুণ-তরুণীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে টেক উদ্যোক্তা হতে সাহায্য করবে টেকনগর।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও অ্যাপস তৈরি, ফেসবুকে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদানসহ অ্যাপসের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মডেল টেস্ট প্রদানের সুযোগ রয়েছে টেকনগরে। এছাড়া জামালপুরে যারা তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করেন তাদেরকেও সহযোগিতা করা হবে। বর্তমানে যেহেতু আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স বা এআই এর সময় চলছে তাই এ নিয়েও আমরা কাজ করছি।’
উল্লেখ্য, গত ৫ বছরে টেকনগর আন্তর্জাতিক পর্যায়ে ৫০টিরও অধিক দেশের সাথে কাজ করেছে। এছাড়া গুগল প্লে স্টোর থেকে অসংখ্যবার ডাউনলোড হয়েছে টেকনগরের তৈরি করা বিভিন্ন অ্যাপস।