শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

বিশ্বকাপে ক্রিকেট চান সৌরভও

  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৩০৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: আইসিসি সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে প্রতি বছর একটি করে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের। একই সঙ্গে প্রস্তাব আসছে তিন বছর পরপর ৫০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপ আয়োজন করা যায় কি না- সেটা। যেটা নিয়ে বিসিসিআইর সভাপতির মসনদে বসতে যাওয়া সৌরভ গাঙ্গুলিও নিজের মতামত জানালেন। বললেন, তিনিও চান তিন বছর পরপর বিশ্বকাপটা অনুষ্ঠিত হোক।

গতকাল মঙ্গলবার রাতেই মুম্বাই থেকে কলকাতা ফিরে আসেন সৌরভ। সেখানে তাকে দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। মহারাজের নতুন পরিচয়ে কলকাতায় পা দেয়ার পর উচ্চাসের বন্যা বয়ে যায় শহরটির মানুষদের মধ্যে। সেখানেই মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ জানালেন, তিন বছর পরপর বিশ্বকাপ আয়োজন করা হোক, তিনিও চান।

সৌরভ বলেন, ‘কখনও কখনো কম জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। আমাদেরকে এ কারণে এ বিষয়টার প্রতি নজর দেয়া উচিৎ। আমার মনে হয়, ৫০ ওভারের বিশ্বকাপ এগিয়ে আনার ব্যাপারে আইসিসির আরও ভাবতে হবে। ফুটবল বিশ্বকাপ প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। তাকে নিয়ে উন্মাদনা কতটা, তা সকলেই জানেন। ফলে আইসিসিকে তা নিয়ে ভাবতে হবে।’

যদিও এখনও পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার অধিকার অর্জিত হয়নি সৌরভের। তিনি বিসিসিআইয়ের দায়িত্ব নেয়ার পর আইসিসিতে গিয়ে কথা বলার সুযোগ পেলেই কেবল তা নিয়ে কথা বলতে চান। সৌরভ বলেন, ‘আইসিসি এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে এখন আমার কথা বলার কোনো অবস্থা নেই। যখন আমি এ নিয়ে কথা বলার সুযোগ পাবো, তখন বলবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com