নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কমিউনিটি পুলিশিংয়ের ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় জনসাধারণসহ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশে গড়ি’ প্রতিপাদ্যে উদযাপিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯।
কেন্দ্রীয়ভাবে রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হলেও ডিএমপির আটটি ক্রাইম বিভাগে আলাদাভাবে উদযাপিত হচ্ছে দিবসটি। আজ শনিবার দুপুরে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, এবার শ্রেষ্ঠ সিপিও (কমিউনিটি পুলিশিং অফিসার) হন ডিএমপির রমনা বিভাগের শাহবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন্স) মাহবুবুর রহমান, লালবাগ বিভাগের বংশাল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীন ফকির বিপিএম, ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর (অপারেশন্স) আয়ান মাহমুদ, মতিঝিল বিভাগের শাহজাহানপুর থানার ইন্সপেক্টর (অপারেশন্স) জাহাঙ্গীর আলম, তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার এসআই অপূর্ব কুমার বর্মণ, মিরপুর বিভাগের কাফরুল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ফারুকুল আলম, গুলশান বিভাগের বনানী থানার এসআই আবু তাহের ভূইয়া ও উত্তরা বিভাগের উত্তরখান থানার এসআই রফিকুল আলম।
জনসাধারণের মধ্য থেকে কমিউনিটি পুলিশিংয়ে কৃতিত্বপূর্ণ কাজের জন্য শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ সদস্য নির্বাচিত করে তাদের পুরস্কৃত করা হয়। এ ক্যাটাগরিতে পুরস্কৃত হন- রমনা থানার কমিউনিটিং পুলিশের সভাপতি মো. শওকত আলী খান, কোতোয়ালি থানার কমিউনিটিং পুলিশের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম সান্টু, কদমতলী থানার কমিউনিটিং পুলিশের সভাপতি আব্দুস সালাম বাবু, শাহজাহানপুর থানার কমিউনিটিং পুলিশের সভাপতি এবং ১২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, তেজগাঁও থানার কমিউনিটিং পুলিশের সভাপতি শাহাদৎ ইসলাম চৌধুরী মিন্টু, কাফরুল থানার কমিউনিটিং পুলিশের সভাপতি মতিউর রহমান মাইকেল, গুলশানের কমিউনিটিং পুলিশের সদস্য এ কে এম জসিম উদ্দিন এবং উত্তরা পশ্চিম থানার কমিউনিটিং পুলিশের প্রতিষ্ঠাতা সদস্য হাসানুজ্জামান আকন্দ (স্বপন)।
একইভাবে শ্রেষ্ঠ বিট অফিসার হন- রমনা বিভাগের রমনা মডেল থানার এসআই খায়রুজ্জামান সিকদার, লাগবাগ বিভাগের লালবাগ থানার এসআই মামুন হোসেন, ওয়ারী বিভাগের কদমতলী থানার এসআই ইমরুল হাসান, মতিঝিল বিভাগের সবুজবাগ থানার এসআই সালাউদ্দিন, তেজগাঁও বিভাগের শেরে-ই-বাংলানগর থানার এসআই মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মিরপুর বিভাগের মিরপুর মডেল থানার এসআই বজলার রহমান, গুলশান বিভাগের খিলক্ষেত্র থানার এসআই রিপন কুমার এবং উত্তরা বিভাগের উত্তরা পশ্চিম থানার এসআই সাইফুল ইসলাম।