আন্তর্জাতিক ডেস্ক:অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবিমানের হামলায় একজন নিহত ও আরও কমপক্ষে দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার ফিলিস্তিনের সরকারি কর্মকর্তারা হতাহতের এ তথ্য জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার ভোর রাতের দিকে ইসরায়েলি বিমান হামলায় আহমেদ আল-শেহরি (২৭) নামের এক যুবক মারা গেছেন। হামলায় আরও দুজন আহত হয়েছেন।
ফিলিস্তেনের গণমাধ্যম বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন রাজনৈতিক দল হামাসের বেশ কয়েকটি ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র আক্রান্ত হয়েছে।
গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের বাসিন্দা ও বিমান হামলার প্রত্যক্ষদর্শীরা বলেন, আক্রান্ত একটি ঘাঁটির পাশে বাগানে বসেছিলেন তিন ব্যক্তি। তারা বিমান হামলার টার্গেট হয়েছেন।
শুক্রবার রাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে ১০টি রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই অভিযোগ আনার পর অবরুদ্ধ এই উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েল বলছে, গাজা থেকে ছোড়া অন্তত ৮টি রকেটকে আটকে দেয়া হয়েছে। ওই রকেট হামলার জবাবেই বিমান হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল। তবে রকেট হামলায় কোনো হতাহত হয়নি। ইসরায়েলি পুলিশ বলছে, দক্ষিণাঞ্চলের এসদেরোট শহরের কাছে রকেটের আঘাতে একটি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ভবনের পাশে রাখা একটি গাড়ির জানালা ভেঙে গেছে। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে টানা দ্বিতীয় দিনের মতো রকেট হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কিন্তু গাজা উপত্যকার কোনো সশস্ত্র গোষ্ঠীই এই রকেট হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, রকেট হামলার জন্য গাজার ক্ষমতাসীন দল হামাস দায়ী।
সূত্র : আলজাজিরা।