আন্তর্জাতিক ডেস্ক, সিটিজেন নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন গাজা উপত্যকায় ইসরাইলি হামলাকে পূর্ণ সমর্থন দেবে।
ইহুদি দখলদার ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে। স্থল অভিযানেরও প্রস্তুতি নিচ্ছে।
ইসরাইল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে— এমন অভিযোগ করে গাজা থেকে ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে গত কয়েকদিন ধরে।
এক টুইটে ট্রাম্প বলেন, ‘আবারও ইসরাইলে ভয়াবহ রকেট হামলা চালাচ্ছে সন্ত্রাসী সংগঠন হামাস এবং ইসলামিক জিহাদ। আমরা দেশটির নাগরিকদের রক্ষায় ইসরাইলের প্রতি শতভাগ সমর্থন দেব।’
২০১৪ সালের পর ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে তীব্র আকার ধারণ করা সঙ্কটের চলাকালীন সময়ে এই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
এখন পর্যন্ত এই ইসরাইলের বিমান হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে রকেট হামলায় ইসরাইলের চারজনের মৃত্যু হয়েছে।
অত্যন্ত সংকীর্ণ ঘনবসতিপূর্ণ অবরুদ্ধ উপত্যকা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও চার মাস বয়সী একটি মেয়ে রয়েছে।
ইসরাইলের সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বিবিসি জানায়, নিহত ফিলিস্তিনিদের মধ্যে নয়জন হামাস ও তাদের সহযোগী বলে নিশ্চিত হওয়া গেছে।
ইসরাইলে নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক। আরেকজনের বিষয়ে কোনো বক্তব্য দেয়নি ইসরাইল।