কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-এর একটি বাড়ির মুরগির ঘর থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মো. জয়নাল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি আমতলী এলাকার মৃত মাসুদের ছেলে।
রবিবার (১ ডিসেম্বর) হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকায় এই অভিযান চালানো হয়।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ ২ বিজিবি ব্যাটলিয়ানের একটি বিশেষ টহল দল ইয়াবা মজুদের গোপন সংবাদে হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার মো. জয়নালের বসত বাড়িতে অভিযানে যায়। এসময় বাড়ির পেছনে পরিত্যক্ত মুরগির ঘরে পলিটিনের স্তুপ দেখা যায়। তা সরিয়ে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। এসময় জয়নালকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।
ইয়াবাসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলেও জানিয়েছে বিজিবি।