নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও জেতার উপযোগী বিবেচনা করে মনোনয়ন বোর্ড ঢাকার দুই সিটির মেয়র প্রার্থীদের চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। উত্তরে আতিকুল ইসলাম এবং দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসকে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপর্বে ওবায়দুল কাদের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের বিবেচনার বিষয়গুলো তুলে ধরেন।
ওবায়দুল কাদের বলেন, জনগণের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে বিবেচনায় নেওয়া হয়েছে। কোন প্রার্থী নির্বাচনে জেতার উপযোগী, সেটি বিবেচনায় নেওয়া হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, মনোনয়ন বোর্ডে যারা ছিলেন, তারা প্রার্থীর জনপ্রিয়তার বিষয়টি দেখেছেন। প্রার্থীর গ্রহণযোগ্যতার দিক বিবেচনায় নিয়েছেন। মনোনয়ন বোর্ডের সবার সম্মতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। এটা নিয়ে তার (ওবায়দুল কাদের) বাড়তি কিছু বলার নেই।
আগামী ৩০ জানুয়ারি দুই সিটিতে ইভিএমে ভোটগ্রহণ হবে।