কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা ক্যাম্পে পাওনা টাকাকে কেন্দ্র এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৭টার দিকে টেকনাফের হোয়াই্যংয়ের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবু তৈয়ুব (৩৫)। তিনি উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ১৩২১ নাম্বার ঘরের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে। তবে তিনি এর আগে বালুখালী ১২ নাম্বার ক্যাম্পের ডি-৪ এ বাস করতেন।
রোহিঙ্গারা জানায়, শুক্রবার রাতে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের প্রধান সড়কে পাওনা টাকাকে কেন্দ্র করে সৈয়দুল আমিন ও আবু তৈয়ুবের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৈয়দুল দা দিয়ে তৈয়ুবকে কুপিয়ে জখম করে। পরে ক্যাম্পের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৈয়ুবকে মৃত ঘোষণা করেন।
টেকনাফের হোয়াই্যং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মোহাম্মদ রফিক বলেন, ‘ক্যাম্পে পাওনা টাকাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এলে লাশ নিয়ে গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’
হোয়াই্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ নাজমুল আলম বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীকে ধরতে পুলিশের অভিযান চলছে।’