ক্রীড়া ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৯তম ম্যাচে মুশফিকের খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ডেভিড মালানের কুমিল্লা ওয়ারিয়র্স।
চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা প্লাটুন প্লে-অফ নিশ্চিত করলেও চতুর্থ দল হয়ে এখনো বাকি দলগুলো সেরা চার নিশ্চিত করতে পারেনি। তবে ১০ ম্যাচ খেলে ৬টি তে জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে খুলনা টাইগার্স। মুশফিকের খুলনার এখনো বাকি আছে দুটি ম্যাচ। যেখানে একটি ম্যাচ জিতলে প্লে-অফের টিকেট পাবে তারা।
তবে তাদের পরে সৌম্যর দল কুমিল্লা ৫ টিতে জয় নিয়ে আছে পঞ্চম স্থানে। তাদেরও সুযোগ আছে সেরা চারে খেলার। তবে তাদের সমীকরণ অনেকটা কঠিন। যেখানে তাদের খেলতে হলে খুলনার বাকি থাকা দুটো ম্যাচ হারতে হবে এবং সেই সাথে তাদের (কুমিল্লার) থাকা একটি ম্যাচ জিততে হবে। যদি এমনটা হয় তারপর দেখা হবে তাদের রান রেট। যে দল এগিয়ে থাকবে সে যাবে প্লে-অফে। তবে এটা হচ্ছে সমীকরণ। অন্যথায় সেরা চারে খুলনার খেলার সম্ভাবনা বেশি।