গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে পোশাক কারখানায় আগুনের ঘটনায় দুই নারীসহ চার শ্রমিক আহত হয়েছেন বলে ওই কারখানার শ্রমিকরা জানিয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে সংঘটিত এ আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে রাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিলেন তারা।
কারখানার শ্রমিক, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর (জরুন) এলাকায় ইসলাম গ্রুপ ইন্ডাস্ট্রিজের ‘ইসলাম ওভেন’ কারখানার ছয়তলা ভবনের পঞ্চম তলায় শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন ওই তলায় থাকা প্যাকেজিং ও স্যাম্পল সামগ্রীর সংস্পর্শে এসে দ্রুত পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। আগুনের লেলিহান শিখা ওপরের ছয়তলায় ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। আগুন নেভাতে গিয়ে দুই নারীসহ চারজন আহত হন। সহকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অগ্নিকাণ্ডের সময় খাবারের বিরতি চলছিল। এ সময় অধিকাংশ শ্রমিক বাইরে গেলেও কিছু সংখ্যক শ্রমিক কারখানায় অবস্থান করছিল।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর, সাভার ইপিজেড ও কাশিমপুরের ডিবিএল ফায়ার স্টেশনের আটটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন। তারা প্রায় পৌনে চার ঘণ্টা চেষ্টার পর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে তারা রাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিলেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে তিনি জানান।