আন্তর্জাতিক ডেস্ক: নতুন ধরনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনের কয়েক ঘণ্টা পর দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। তবে স্যাটেলাইটটি মহাকাশে কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। রাজধানী তেহরান থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের ইমান খামেনি স্পেসপোর্ট থেকে রোববার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ধীরগতির কারণে সীমোরঘ রকেটে করে কমিউনিকেশন স্যাটেলাইট জাফর-১ উৎক্ষেপণ করা হলেও সেটি কক্ষপথে পৌঁছাতে পারেনি।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ কর্মসূচি শাখার মুখপাত্র আহমাদ হোসেইনি বলেন, রকেটটির স্টেজ-১ ও ২ সঠিকভাবে কাজ করেছে এবং স্যাটেলাইটটিও সময়মতো রকেট থেকে বিচ্ছিন্ন হয়। তবে কক্ষপথে পৌঁছানোর মতো গতি না থাকায় তা সফল হয়নি।
দেশটির টেলিযোগাযোগমন্ত্রী জাভেদ আজহারি উপগ্রহ উক্ষেপণ ব্যর্থ হয়েছে স্বীকার করে টুইট করেছেন। তিনি বলেছেন, আমাদের কাছে আরও অপ্রতিরোধ্য ইরানি স্যাটেলাইট রয়েছে; যা খুব দ্রুত মহাকাশে পাঠানো হবে।বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য এই স্যাটেলাইট পাঠানো হচ্ছে বলে ইরান জানালেও মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে উসকানি বলে মন্তব্য করেছে।
গত ৩ জানুয়ারি ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলেইমানিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের নির্দেশে হত্যা করা হয়। ইরানি এই জেনারেল হত্যাকাণ্ড ঘিরে চিরবৈরী দুই দেশের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়।
সোলেইমানি হত্যার প্রতিশোধ নিতে গত ৮ জানুিয়ারি ইরাকে অবস্থিত মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালায় ইরান। এই হামলায় কোনও হতাহত হয়নি বলে যুক্তরাষ্ট্র প্রথমে দাবি করে।
কিন্তু পরবর্তীতে পেন্টাগনের একাধিক বিবৃতিতে ইরানের হামলায় ৬০ মার্কিন সেনা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় চিকিৎসা নিচ্ছে বলে জানানো হয়। ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলার ঠিক একমাস পর ৯ ফেব্রুয়ারি ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ মার্কিনিদের জন্য সতর্কবার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা।