রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

তুরস্কে ভূমিকম্পে অন্তত আট জন নিহত

  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ২০০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ভূমিকম্পে অন্তত আট জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২১ জন। স্থানীয় সময় আজ রোববার ভোরে ইরান সীমান্তে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলু জানিয়েছেন, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। এছাড়া প্রায় এক হাজার ৬৬ টি ভবন ধসে পড়েছে। বিপর্যয় ও জরুরি সেবা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করেছে।

ইউরোপিয়ান মেডিটারিয়ান সিসমোলজিকাল সেন্টার (ইমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল পাঁচ কিলোমিটার।

তুর্কি সরকারি সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ভূমিকম্পে ৪৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি অনুসন্ধান দল তাদের কাজ শুরু করেছে। দেশটির ভন শহরেও ভবন ধসের ঘটনা ঘটেছে।

এদিকে, ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম আজারবাইজান এলাকায় আঘাত হানা ভূমিকম্পটিতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ওই এলাকায় অনুসন্ধান দল পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com