শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

মোদি-কেজরিওয়াল বৈঠকে গুরুত্ব পেল সিএএ-করোনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ১৯২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) কারণে উত্তর-পূর্ব দিল্লিতে সহিংসতার ঘটনার প্রায় এক সপ্তাহ পর মুখ‌্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় পিএমও সংসদ ভবনে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তৃতীয়বারের মতো আম আদমি পার্টি দিল্লির বিধানসভা নির্বাচনে জয়লাভের পর কেজরিওয়ালের সঙ্গে মোদির এটি ছিলো প্রথম বৈঠক।

বৈঠকে দিল্লির সহিংসতার জন্য দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমাদের জাতীয় রাজনীতির স্বার্থে এ ধরনের দাঙ্গায় যাওয়া উচিত নয়। সংঘর্ষের জন্য যারা দায়ী তারা যে দলেরই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।’

এছাড়া দিল্লি ও তেলেঙ্গানায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

দিল্লির পরিস্থিতি এখনো কিছুটা উত্তপ্ত ও ভয়াবহ। এই সংঘর্ষের কারণে ৪৬ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে।

গত সপ্তাহে কেজরিওয়াল দিল্লির সংঘাত নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন।

বৈঠক শেষে কেজরিওয়াল বলেছিলেন, ‘অমিত শাহ সব সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে আসতে হবে।’

কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা দিল্লি পুলিশ গত সপ্তাহে চার দিনের ভয়াবহ ঘটনার জের ধরে এক হাজার ২০০ জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় মোট ৩৬৯টি মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com