অনলাইন ডেস্ক : আতঙ্কিত হয়ে বাজারে চাপ সৃষ্টি না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২১ মার্চ) সকালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার পর তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে যথেষ্ট খাদ্যের মজুদ আছে। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে সব কিছু বন্ধ হয়ে যেতে পারে এ আতঙ্কে ক্রেতারা বেশি বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে হঠাৎ বেশ কিছু পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এদিকে বাজার দর ঠিক রাখতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।