বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। রুপালি পর্দার মতো বাস্তব জীবনেও মহানুভবতার পরিচয় দিয়েছেন তিনি। অসংখ্যবার তাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। এবার করোনা মহামারিতে চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াচ্ছেন তিনি।
আগামী ২৬ মার্চ বিএফডিসিতে আপদকালীন সহায়তা করবেন এই নায়ক। এদিন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে দুটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশকিছু জরুরি সামগ্রী বিতরণ করবেন।এর মধ্যে আছে- চাল, ডাল, তেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ আরও কিছু উপকরণ।বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও প্রযোজক নেতা খোরশেদুল আলম খসরু।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘নায়ক অনন্ত জলিল দয়ালু ও মানবিক গুণ সমৃদ্ধ একজন মানুষ। তিনি সব সময়ই এমন উদ্যোগ নিয়েছেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তাঁর পুরো আয়োজনে বাংলাদেশ শিল্পী সমিতি সহযোগিতা করবে।’
শুধু চলচ্চিত্র নয়, করোনা মোকাবেলা ও স্থানীয় মসজিদকে সহযোগিতা করতে আজ রোববার (২২ মার্চ) হেমায়েতপুরের একটি মসজিদে ৫ লাখ টাকা দান করেছেন বলে জানা যায়।