আন্তর্জাতিক ডেস্ক : মৃত পূর্বপুরুষদের স্মরণ করে প্রতিবছর চীনাদের মধ্যে এক উৎসব হয়।
যা কিংমিং উৎসব নামে পরিচিত।
তবে এবার করোনার প্রকোপে অনলাইনেই এই উৎসব পালন করলো চীন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কিংমিং উৎসবে চীনের লোকজন তাদের মৃত পরিবার, বন্ধুদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করে থাকেন। তবে এবার করোনার ভয়ে অনলাইনেই সেরে ফেলা হয়েছে এই প্রার্থনা। এদিকে চীন সরকারও লোকজনকে এই উৎসব জনসমাগম এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পালনের পরামর্শ দিয়েছিল।
এ বিষয়ে বেইজিংয়ের বেসামরিক বিষয়ক ব্যুরোর কর্মকর্তা লি কুয়ানজি বলেন, মানুষজন সামজিক রীতি যাতে ভিন্নভাবে পালন করে সে বিষয়ে আমরা তাদের উৎসাহ দিতে চাই।
চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৬৩৯ জন। মারা গেছেন ৩ হাজার ২২৬ জন।