বিনোদন ডেস্ক: বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বোন রাঙ্গোলি চান্ডেল সোশ্যাল মিডিয়া ইউজার হিসেবে বেশ পরিচিত। বিশেষ করে তাঁর বিতর্কিত ট্যুইটগুলোর জন্য। কিন্তু সেই বিতর্কিত ট্যুইটের কারণেই তার ট্যুইটার অ্যাকাউন্টটি ব্যান্ড করে দেয়া হয়েছে।
সম্প্রতি মোরাদাবাদে পাথর ছোঁড়ার ঘটনার প্রেক্ষিতে রাঙ্গোলি চান্দেল একটি বিতর্কিত ট্যুইট করেন। এর পরই তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ট্যুইটার কর্তৃপক্ষ। দিদির সঙ্গে ট্যুইটার কর্তৃপক্ষের এমন আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি সরব হয়েছেন নিজের ট্যুইটারে।
একটি ভিডিও শেয়ার করে নায়িকা দৃঢ়ভাবে জানিয়েছেন, রাঙ্গোলি কোনো ভুল করেননি। তিনি বলেন, গণতন্ত্রে বাক স্বাধীনতার গুরুত্ব কী। তিনি এও দাবি করেছেন যে, রাঙ্গোলি কোনো ভাবেই মুসলিমদের গণহত্যার বিষয়কে সমর্থন করেননি। তিনি শুধু তার মনের ভাষা ব্যক্ত করেছেন কোনো সমস্যা ছাড়াই।
কঙ্গনা বলেন, রাঙ্গোলি মুসলিমদের জঙ্গি বলে মনে করেন না। অনেক সোশ্যাল মিডিয়াতেই মুসলিমদের হেয় করে দেখানো হয়, সেইসব সাইট সরিয়ে দিয়ে ভারতের উচিত নিজের প্ল্যাটফর্ম শুরু করা। এর পাশাপাশি কঙ্গনা ভিডিও শেষ করার আগে হাসিমুখে সবাইকে ‘হ্যাপি লকডাউন’ জানান।