রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

যেখানে মেসি-রোনাল্ডোর মধ্যে মিল

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ২০৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: কে সেরা– লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? এ নিয়ে ফুটবল সমর্থকদের দ্বন্দ্ব চলতেই থাকবে। দুজনের মধ্যে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা ও বিস্তর পার্থক্যই তা চলমান রাখবে। তবে একটি ক্ষেত্র ফুটবল দুনিয়ার দুই মহাতারকার রয়েছে দারুণ মিল। সেটি কি আপনি জানেন?

হ্যাঁ, মেসি-রোনাল্ডোর ছেলের নামে মিল রয়েছে। হালের দুই সুপারস্টারের ছেলের নামই মাতেও।

রোনাল্ডোর চারটি সন্তান রয়েছে। দুই ছেলে, দুই মেয়ে। বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের মায়ের নাম কখনই প্রকাশ করেননি তিনি। সিআর সেভেনের যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেওর জন্ম সারোগেসির মাধ্যমে।

আর দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রোনাল্ডোকে একটি কন্যাসন্তান উপহার দেন। এ চার সন্তান আর জর্জিনাকে নিয়ে পর্তুগিজ যুবরাজের সুখী পরিবার।

অন্যদিকে মেসির তিনটি সন্তান রয়েছে। প্রতিটিই ছেলে। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো তাকে তিন ছেলেই উপহার দেন।

২০১২ সালের ২ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দেন রোকুজ্জো। তার নাম রাখা হয় থিয়াগো। তিন বছর পর ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জন্ম নেয় দ্বিতীয় ছেলে। তার নাম মাতেও। এ নামের সঙ্গেই চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর ছেলের নামের মিল রয়েছে।

২০১৮ সালে তৃতীয় ছেলে হলে তার নাম সিরো রাখেন মেসি-আন্তোনেল্লা দম্পতি।

কাকতালীয়ভাবে মেসির দ্বিতীয় ছেলে এবং রোনাল্ডোর দ্বিতীয় ছেলের নাম মিলে যায়। দুজনের নামই মাতেও। একজন মাতেও মেসি। অন্যজন মাতেও রোনাল্ডো। মাতেও স্প্যানিশ শব্দ। এর মানে হলো ঈশ্বরের উপহার।

তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com