আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর সরকারি মুখপাত্র জেনারেল ওটাভিও সান্তানা দু রেগো বারোস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রাষ্ট্রপতি কার্যালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
সোমবার বারোসের কোভিড-১৯ টেস্টে পজিটিভ আসে। মঙ্গলবার তার করোনা আক্রান্তের খবর জানানো হয়।
৫৯ বছর বয়সী সাবেক আর্মি জেনারেল ‘স্বাস্থ্যবিধি মেনে ঘরেই থাকছেন’। বিবৃতি অনুযায়ী, দুশ্চিন্তা করার মতো কোনো উপসর্গ দেখা দেয়নি বারোসের।
যোগাযোগ প্রধান ফ্যাবিও ওয়ানগার্টেন ও জাতীয় নিরাপত্তামন্ত্রী অগাস্তো হেলেনোসহ বোলসোনারোর কার্যালয়ের ২০ জনের বেশি শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। অবশ্য প্রেসিডেন্ট জানান, তার করোনা টেস্টে নেগেটিভ এসেছে।
এপর্যন্ত ব্রাজিলে ১ লাখ ২৫ হাজার ২১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং প্রাণহানি হয়েছে ৮ হাজার ৫৩৬ জনের।