অর্থনৈতিক প্রতিবেদক : ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে আগামী ১৫ মে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ভ্যাটের সার্কেল অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (১০ মে) এনবিআর’র সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি) মো. জামাল হোসেন সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
যেখানে বলা হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী চলতি বছরের এপ্রিলের ভ্যাট রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ মে রাত ১২টা পর্যন্ত। সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড আগামী ১৫ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ভ্যাট রির্টান দাখিলের সুবিধার্থে ভ্যাট সার্কেলগুলো জুমার নামাজের বিরতি রেখে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে এনবিআর।
পাশাপাশি করোনা সংক্রান্ত সর্তকতা, নিরাপত্তা, সার্বিক ব্যবস্থা গ্রহণ করে দায়িত্ব পালন করতে কর্মকর্তাদের বলা হয়েছে।