অনলাইন ডেস্ক : জনপ্রিয় কথাসাহিত্যিক নিমাই ভট্টাচার্য মারা গেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে টালিগঞ্জের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর। খবর কলকাতা টিভি ও দ্য ওয়ালের।
কলকাতা টিভি জানিয়েছে, বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই সাংবাদিক ও সাহিত্যিক।
নিমাই ভট্টাচার্যের জন্ম ১৯৩১ সালের ১০ এপ্রিল যশোর জেলায়। মাত্র তিন বছর বয়সে মাকে হারান তিনি। বাবা সুরেন্দ্রনাথ ভট্টাচার্যই তাকে মানুষ করেন। ১৯৪৮ সালে ম্যাট্রিক পাস করে কলকাতার রিপন কলেজে ভর্তি হন।
কলেজে পড়া অবস্থায় সাংবাদিকতা শুরু করেছিলেন তিনি। ১৯৫০ সালে লোকসেবক পত্রিকা দিয়ে সাংবাদিকতা জীবনের শুরু তার। এরপর দিল্লিতে গিয়ে বেশ কয়েকটি কাগজের সংসদ, কূটনৈতিক ও রাজনৈতিক করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ভি কে কৃষ্ণমেনন, মোরারজী দেশাই, ইন্দিরা গান্ধীসহ অনেকের স্নেহভাজন ছিলেন তিনি। জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন, কমনওয়েলথ সম্মেলনসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীসহ বিখ্যাত নেতাদের সফরসঙ্গী হওয়ার অভিজ্ঞতা ছিল তার।
তার প্রথম উপন্যাস প্রকাশিত হয় অমৃত পত্রিকায় ১৯৬৩ সালে। উপন্যাসটি পাঠকপ্রিয় হয়। ১৯৬৮ সালে প্রকাশ পায় মেমসাহেব উপন্যাস। তার প্রকাশিত উপন্যাসের সংখ্যা ১৫০টিরও বেশি।