বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন টলিউড সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী উষসী চক্রবর্তীর বাবা শ্যামল চক্রবর্তী।
কয়েক দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন সিপিএমের ডাকসাইটের নেতা শ্যামল চক্রবর্তী। তারপর হাসপাতালে চিকিৎসা চলছিল এই সাবেক মন্ত্রীর। আজ (৬ আগস্ট) তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
বাবাকে হারিয়ে শোকগ্রস্ত হয়ে পড়েছেন উষসী চক্রবর্তী। তিনি বলেন—আমার তো মা ছিল না। বাবাই আমাকে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। ব্যস্ততার মধ্যেও আমাকে অনেক সময় দিয়েছেন। সব কিছুর বাইরে গিয়ে দলের কাজটাই বাবার কাছে বরাবর প্রাধান্য পেয়েছে। পার্টির পর প্রাধান্য ছিলাম আমি।
শ্যামল চক্রবর্তী করোনায় আক্রান্ত হওয়ার পর শক্ত হাতে সবকিছু সামলে চলছিলেন উষসী। কিন্তু ভাগ্যের কাছে হার মেনেছেন এই অভিনেত্রী।
২০১৩ সালে ‘মিসেস সেন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন উষসী চক্রবর্তী। এরপর ‘রঞ্জনা আমি আর আসবো না’, ‘বেডরুম’, ‘আবার ব্যোমকেশ’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন উষসী। তবে ‘ব্যোমকেশ বক্সি’ সিনেমায় ‘সত্যবতী’ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।