আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৫টা ৩৩ মিনিটে এটি আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটারানিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার সেন্টার (ইএমএসসি)।
ফিলিপাইনের ভূ-তাত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে আফটার শকের ঝুঁকি রয়েছে। উপকূলীয় এলাকায় কিছু বাড়ি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।
সংস্থার প্রধান রেনাতো সোলিদাম স্থানীয় একটি রেডিও চ্যানেলকে বলেছেন, ‘শক্তিশালী আফটার শকের সম্ভাবনা বাতিল করা যায় না।’
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ম্যানিলা থেকে ৪৫১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।