রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

চিলির উত্তরাঞ্চলীয় সৈকতে ৬.৮ মাত্রার ভূমিকম্প

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: চিলির উত্তরাঞ্চলীয় সৈকতের কাছে ৬.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় সংবাদমাধ্যম তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ছোটখাটো ভূমিধসের খবর পাওয়া গেছে।

বিএনও নিউজ বলছে, পূর্বসতর্কতার অংশ হিসেবে সৈকতের কাছে বাস করা লোকজনদের সরিয়ে নেওয়া হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ৬.২ ও ৫.৫ মাত্রার দুটি পরাঘাতের খবর দিয়েছে জিএফজেড। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সুনামি হওয়ার কোনও আশঙ্কা নেই।

শুরুতে জিএফজেড এই ভূমিকম্পের তীব্রতা ৭ মাত্রার দেখিয়েছিল, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত চিলি ভূমিকম্প প্রবণ অঞ্চল। প্যাসিফিক বেসিনকে ঘিরে থাকা ফল্ট লাইনগুলোর ওপর এর অবস্থান।

জুনে চিলির খনিসমৃদ্ধ উত্তরাঞ্চলীয় মরুভূমিতে আঘাত হেনেছিল ভুমিকম্প। ক্ষয়ক্ষতি কম হলেও খনি কোম্পানিগুলোর কার্যক্রম বিঘ্নিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com