স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী: দীর্ঘদিন পর ঈশ্বরদীতে ব্যতিক্রমী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আগামি ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ উপনির্বাচন উপলক্ষে বুধবার রাতে দাশড়িয়ায় পথসভার আয়োজন করা হয়। কিন্তু অনেকটা আকর্স্মিকভাবে স্থানীয় আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষের ঢল নেমে মুহূর্তেই পথসভাটি জনসভায় রুপ নেয়।
এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আওয়ামীলীগের কেন্দ্রিয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সাবেক সদস্য সাকিবুর রহমান কনক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এতদঞ্চলের জনপ্রিয় নেতা প্রয়াত ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সারাজীবন এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। তাই এলাকার সাধারণ মানুষ আজও তার উন্নয়ন মূলক কর্মকান্ডকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি তার প্রয়াত পিতা শামসুর রহমান শরীফের আত্বার শান্তি এবং মায়ের সুস্বাস্থ্য কামনায় উপস্থিতিদের কাছে দোয়া কামনা নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান। স্থানীয় আওয়ামীলীগনেতা পুলক সরদারের সভাপতিত্বে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।