বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

অবসর ঘোষণা করলেন ধারাভাষ্যক মাইকেল হোল্ডিং

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : অনেক ঐতিহাসিক জয় ও ম্যাচের ধারাভাষ্য দেওয়া মাইকেল হোল্ডিং অবসর ঘোষণা করেছেন। স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে এ বছরটিই হতে যাচ্ছে তার শেষ। বুধবার এমনটাই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই ক্রিকেটার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

অবশ্য তিনি ২০২০ সালেই অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু স্কাই স্পোর্টসের প্রতি তার কৃতজ্ঞতাবোধ থেকে নিতে পারেননি। কিন্তু আর চালিয়ে যেতে পারবেন না বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সর্বাপেক্ষা দ্রুতগতির এই সাবেক পেসার।

এক রেডিও প্রোগ্রামে অবসরের বিষয়ে তিনি বলেছেন, ‘আমি আসলে নিশ্চিত ছিলাম না যে ২০২০ সালে ধারাভাষ্য ঠিক কতোটা চালিয়ে যেতে পারবো। আমার যে বয়স এই বয়সে খুব বেশিদিন এই কাজটা যে করতে পারবো তেমনটা মনে হচ্ছে না। আমার বয়স এখন ৬৬। এটা ৩৬, ৪৬ কিংবা ৫৬ নয়।’

তিনি আরও বলেন, ‘২০২০ সালেই আমি স্কাই স্পোর্টসকে বলেছিলাম যে এক বছরের বেশি আর চালিয়ে যেতে পারবো না। আর চলতি বছরে যদি ক্রিকেট আর খুব বেশি না হয় তাহলে হয়তো ২০২১ সালটাতে কিছু কাজ করবো। আসলে আমি ২০২০ সালে স্কাই স্পোর্টসকে বিদায় বলতে পারিনি। কারণ, তারা আমার জন্য অনেক কিছু করেছে।’

ধারাভাষ্যে অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণের জন্য তিনি খুবই জনপ্রিয়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের আঁটসাঁট সূচির জন্য তিনি তার দ্বিতীয় ইনিংস থেকেও অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। ধারাভাষ্য কক্ষে ২০২১-ই হতে যাচ্ছে তার শেষ বছর।

হোল্ডিং ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬০টি টেস্ট ও ১০২টি ওয়ানডে খেলেছেন। উইকেট নিয়েছেন ৩৯১টি। ১৯৮৭ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com