সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

যুক্তরাষ্ট্রে এবার স্কুলের অনুষ্ঠানে গোলাগুলি

  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৪৫ বার পঠিত

টেক্সাসে বন্দুক হামলার রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধা নিহত এবং দুই ব্যক্তি আহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) সকালে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে একটি হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে গোলাগুলির এ ঘটনা ঘটে।

আহত দুই ব্যক্তির মধ্যে একজনের কাঁধে এবং অন্যজনের পায়ে গুলি লেগেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানায় কর্তৃপক্ষ।

জানা যায়, লুইজিয়ানার জেভিয়ার ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারের কাছে একটি পার্কিংয়ে দুই নারীর মধ্যে তর্ক-বিতর্কের জেরে গোলাগুলির ঘটনা ঘটে। ওই স্থানেই মরিস জেফ কমিউনিটি হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠান চলছিল।

নিউ অরলিন্স শহরের পুলিশ কর্মকর্তা ক্রিস গুডলি সাংবাদিকদের জানান, পার্কিংয়ে যারা তর্ক করছিল তাদের গুলিতেই হতাহতের ঘটনা ঘটেছে কিনা কিংবা কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস বলেন, ‘যারা এই বুদ্ধিহীন সহিংস কাজ চালিয়েছে তাদের দ্রুতই বিচারের আওতায় আনা হবে। নিজেদের সুরক্ষিত রাখার জন্য আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। যারা অন্যদের ক্ষতি করার ঝুঁকি তৈরি করে তারা যেন আগ্নেয়াস্ত্র সংগ্রহ বা তা বহন করতে না পারে সেটিও নিশ্চিত করতে হবে।’

যুক্তরাষ্ট্রে বারবার হামলার জন্য বন্দুকের সহজলভ্যতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিশ্বে খবরদারি করা ওয়াশিংটন নিজের ঘর সামলাতেই ব্যর্থ।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে বন্দুকধারীর হামলা নতুন নয়। ২০১২ সালে কানেকটিকাটে একটি স্কুলে হামলা চালানো হয়। ওই হামলায় ২০ শিশুসহ ২৬ জন নিহত হয়। নিহত শিশুদের বয়স ছিল ৫-১০ বছরের মধ্যে। ২০১৮ সালে ফ্লোরিডার একটি স্কুলে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৭ শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন। আর দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে সম্প্রতি বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, নাইট ক্লাব এমনকি উপাসনালয়গুলোতে বন্দুক হামলার ঘটনা যুক্তরাষ্ট্রে অনেকটা নিয়মেই পরিণত হয়েছে। বাবা-মায়েরা সন্তানকে স্কুলে রেখে নিশ্চিন্তে বাড়ি কিংবা কর্মস্থলে যেতে ভয় পান। কারণ, যেকোনো সময় বন্দুকধারীর গুলিতে ঝরে যেতে পারে সন্তানের প্রাণ।

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ২৭-৩১ কোটি বন্দুকের সরবরাহ আছে। যেখানে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩২ কোটি। অর্থাৎ, প্রায় প্রত্যেকেই একটি বন্দুক রাখতে পারেন। গবেষণা বলছে, দেশটিতে প্রতি এক-তৃতীয়াংশ পরিবারের অন্তত একজন সদস্য বন্দুক বহন করেন।

কূটনীতিকরা বলছেন, পৃথিবীর অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে বন্দুকের সহজলভ্যতা বেশি। এটিও হামলার একটি অন্যতম কারণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com