আলোড়ন সৃষ্টিকারী কুয়েতে আটক বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুল সম্পর্কিত ঘুষের মামলায় অর্থপাচারের অভিযোগে কুয়েতের দুই নাগরিককে ৫ বছর কারাদণ্ড এবং ১ দশমিক ৩৬০ মিলিয়ন কুয়েত দিনার জরিমানা করেন ওয়ায়েল আল আতিকির নেতৃত্বাধীন আপিল আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন মাজেন আল-জাররাহ এবং নাওয়াফ আল-শালাহি। মামলার শুনানির সময় পাবলিক প্রসিকিউশন বলেছেন, অভিযুক্তরা চেকের মাধ্যমে ৮ লাখ ৬০ হাজার কুয়েতি দিনার মানি লন্ডারিং করেছে, যা ঘুষ ছিল।
এই মামলাটি অর্থপাচারের অভিযোগে বাংলাদেশি এমপির মামলার দ্বিতীয় শাখা হিসেবে বিবেচিত হয়। কুয়েতের স্থানীয় দৈনিক আরব টাইমস এবং কাবাস পত্রিকার অনলাইন ভার্সনে ১৯ অক্টোবর এ খবর প্রকাশ হয়। মানবপাচার, অর্থপাচার ও কর্মী শোষণের অভিযোগে ২০২০ সালের ৬ জুন সংসদ সদস্য পাপুলকে গ্রেফতার করে কুয়েতের গোয়েন্দা সদস্যরা।