নিজস্ব প্রতিবেদক: পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই, এই স্লোগান নিয়ে ভিন্নমাত্রা প্রকাশনীর উদ্যোগে দুই দিন ব্যাপি একক বইমেলার আয়োজন করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর সোমবার রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ ট্রান্সমিটার এলাকায় দি চাইল্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বইমেলার উদ্বোধন করা হয়।
শিশুদের মেধার বিকাশ ও পড়ার প্রতি আগ্রহ তৈরীর লক্ষ্যে ভিন্নমাত্রা প্রকাশনীর সত্বাধীকারী বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট লেখক ও মাসিক ভিন্নমাত্রা ও ছোটদের কাগজ টাপুরটুপুরের সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ বই মেলার আয়োজন করেন। বই মেলার ছিল শিশুতোষ গল্প, উপন্যাস, সাইন্স ফিকশন, কবিতা, ছড়া, কৌতুক, ধাঁধা, জীবন কাহিনী ও নানা ধরনের শতাধিক বই।
দি চাইল্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জি এম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক প্রথম বেলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক প্রজাপতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি জেসমীন নূর প্রিয়াংকা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর প্রেসিডিয়াম সদস্য নুরুজ্জামান ভুট্টু। এছাড়া মেলায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।