বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীতে কোথাও বড় কোনো সহিংসতা না হলেও বিচ্ছিন্নভাবে দু-একটি হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বিএনপির সমাবেশ কেন্দ্র করে রাজধানীতে ১০ ডিসেম্বর মোড়ে মোড়ে শোডাউন করে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকেই মিছিল করে ছাত্রলীগ। একইভাবে মিছিল ও শোডাউন হয় গোলাপবাগের আশপাশের এলাকাতেও।
দুপুরের দিকে রাজধানীর মুগদায় মোটরসাইকেল শোডাউন করে ছাত্রলীগ। এ সময় মিছিলের সামনের অংশ অনেকটা এগিয়ে গেলে পেছন থেকে ঢিল ছোড়েন বিএনপির কর্মীরা।
ঢিলের আঘাতে দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন ছাত্রলীগ কর্মী রাস্তায় পড়ে যান। এ সময় যে যেভাবে পারে এলাপাতাড়ি মারতে থাকেন। একপর্যায়ে বেশ কয়েকজন দৌড়ে স্থান ত্যাগ করতে পারলেও গুরুতর আহত হন একজন।