এই ভাবনার শুরু হয়েছিল মাস আটেক আগে থেকে। কিন্তু কী ভাবে এটা করা সম্ভব তা বুঝতে পারছিলেন না যুবক। গাজিয়াবাদে বেশ বড় একটি গাছপালার ফার্ম রয়েছে। সেখানেই যান।
এই ফার্মটি দেখাশোনা করেন পরিবেশবিদ প্রদীপ ধালিয়া। ওই যুবক প্রদীপকে তার মনের কথা জানান। প্রেমিকার নামে গোলাপ বাগান তৈরির ভাবনায় খুশি হন। তিনিই দায়িত্ব নিয়ে ওই ফার্মে একটি গোলাপ বাগান তৈরি করার তোড়জোড় করেন। প্রায় আট মাসের পরিশ্রম শেষে তৈরি হয় একটি গোলাপ বাগান। প্রেমের সপ্তাহে প্রেমিকের কাছ থেকে এমন উপহার পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন ওই তরুণীও।
সূত্র: আনন্দবাজার