কক্সবাজারের কুতুবদিয়ায় ডিঙিতে লবণ নিয়ে যাওয়ার সময় খালে ডুবে বাহাদুর আলম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উত্তর ধুরুং জহির আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। বাহাদুর উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়ার আবদুল মোতালেবের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে জহির আলী সিকদার পাড়া খালে ছোট ডিঙি নৌকায় লবণবোঝায় করে ঠেলে নিয়ে যাচ্ছিলেন বাহাদুর। ওই খালে ডুবে যান তিনি। সবার পেছনে থাকায় বিষয়টি কেউ খেয়াল করেননি। অনেকক্ষণ পর তাকে পানির নিচে পাওয়া যায়।
বাহাদুরের শ্বশুর জাকের হোসেন বলেন, মাত্র ৬ মাস আগে বাহাদুরের সঙ্গে মেয়ে বিয়েছি। লবণ বহন করতে গিয়ে খালে ডুবে মারা গেল মেয়ের জামাই। এখন আমার মেয়ের কী হবে।
কুতুবদিয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।