মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

মাহমুদউল্লাহকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা

  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৮৫ বার পঠিত

অবশেষে সব জল্পনা-কল্পনার ইতি ঘটলো। এশিয়া কাপের দল থেকে শেষমেশ বাদ পড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে ছাড়াই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করা তানজিদ হাসান তামিম। এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দল পাওয়া তামিম এখন পর্যন্ত একটি আন্তর্জাতিক ম্যাচেও খেলেননি।

ইমার্জিং এশিয়া কাপে পারফর্ম করে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন শেখ মেহেদী। ডিপিএল এবং ইমার্জিং এশিয়া কাপে ধারাবাহিকতার ফলস্বরূপ দলে জায়গা মিলেছে নাইম শেখেরও। তবে একই টুর্নামেন্টে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েও জায়গা পাননি সৌম্য সরকার।

আফিফ হোসেনকে নিয়ে বেশ আলোচনা চললেও নির্বাচকরা আস্থা রেখেছেন তরুণ এই তারকার ওপর। বাঁহাতি স্পিনারদের প্রতিযোগিতায় ছিটকে গেছেন তাইজুল ইসলাম, দলে জায়গা নিশ্চিত করেছেন নাসুম আহমেদ।

পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। সিনিয়রদের মধ্যে তার সঙ্গী শুধু মুশফিকুর রহিম। এছাড়া তাসকিন, শান্ত, লিটন এবং মুস্তাফিজদের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা তো আছেনই।

এশিয়া কাপে বাংলাদেশের ১৭ সদস্যের স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাইম শেখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com