বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী ও প্রযোজক গৌরি খান। বি টাউনে বেশ প্রভাব রয়েছে তার। তবে এবার আর্থিক প্রতারণার অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর ফ্রি প্রেস জার্নালের।
ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৩০ কোটি রুপির আর্থিক প্রতারণার মামলায় না জড়িয়েছে গৌরির। তবে এখনো শাহরুখ-পত্নীকে তলব করেনি ইডি।
লখনৌয়ের রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের শুভেচ্ছাদূত গৌরি খান। সংস্থাটির বিরুদ্ধে গ্রাহক ও ব্যাংকের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। তাদের আর্থিক প্রতারণার পরিমাণ প্রায় ৩০ কোটি রুপি। ঐ কোম্পানির সঙ্গে যুক্ত থাকায় মূলত গৌরিকে নোটিশ পাঠিয়েছে ইডি।
জানা গেছে, শিগগিরই গৌরিকে তলব করতে পারে সংস্থাটি। এমনকি শুভেচ্ছাদূত হওয়ার জন্য কোম্পানিটি থেকে কত টাকা নিয়েছেন, এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছে ইডির পক্ষ থেকে।
প্রসঙ্গত, মাসখানেক আগে লখনৌয়ের সুশান্ত গলফ সিটির পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেছিলেন মুম্বাইয়ের বাসিন্দা যশোবন্ত।
যশোবন্তের অভিযোগ, ৮৬ লাখ রুপি দেওয়ার পরও ফ্ল্যাটের চাবি হাতে পাননি। তার দাবি, গৌরি খান কোম্পানিটির শুভেচ্ছাদূত, তাই এই বিশ্বাসভঙ্গের দায় তার ওপরেও বর্তায়। তাই শাহরুখ-পত্নীর বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন তিনি।