নাটোর সংবাদদাতা: নাটোরে হঠাৎ করেই বেড়ে গেছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। জেলার আধুনিক সদর হাসপাতালে গত এক সপ্তাহেই চিকিৎসা নিয়েছেন সাতশ’র বেশি ডায়রিয়া রোগী। একসাথে এত রোগী পেয়ে হিমশিম খাচ্ছে জেলার হাসপাতালগুলো। শয্যা সঙ্কটের পাশাপাশি যোগ হয়েছে স্যালাইন সংকট।
সঙশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া পরিবর্তন ও রোজার সময়ে খাদ্যাভাসের কারণেই হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়া রোগির সংখ্যা। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। জেলার আধুনিক সদর হাসপাতালে গিয়ে দেখা যায় সেখানে বিভিন্ন বয়সী ডায়রিয়া রোগী আসলেও ভিড় বেশি আছে শিশু ও বয়স্ক রোগিদের।
অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। এর সাথে স্যালাইন সহ ওষুধের সংকটও আছে। সব মিলিয়ে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসকরা বললেন, ডায়রিয়ার প্রকোপ কমাতে হলে খাদ্য গ্রহণের ক্ষেত্রে সতর্কতা বাড়াতে হবে। গত পাঁচ দিনে নাটোর আধুনিক সদর হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি হযেছে প্রায় ৫৫০ জন।