শাহাদাত কামাল শাকিল কুমিল্লা জেলা প্রতিনিধি :: কুমিল্লা নগরের তিন কিলোমিটার সড়ক, ড্রেন ও ডিভাইডার পরিদর্শন করলেন সিটি মেয়র ডাঃ তাহসিন বাহার সূচনা।
রবিবার ২৮ এপ্রিল বিকেলে কুমিল্লা সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন (বিপিপিএ) নগরীর আদালত সড়ক, বাটপাড়া, গোমতী নদীর বেরিবাধসহ বিভিন্ন স্থান র্পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এনাম এন্টারপ্রাইজের হারুনুর রশিদ বাবুল, আবুল হোসেনসহ আরও অনেকে।
পরিদর্শন শেষে সিটি মেয়র ডাঃ তাহসিন বাহার সূচনা বলেন, সিটি কর্পোরেশনের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কাজ করানো হচ্ছে, সকলে মিলে সহযোগীতা করলে কাজের গতি আরও ভালো হবে বলে মনে করেন তিনি ।
তিনি আরও বলেন কাজ যারা করবেন সেগুলো দুই বছর পর্যন্ত সাসটেন্ড না করলে সেই কোম্পানিকে কাজ দিতে চিন্তা করা হবে, টেকসই উন্নয়নে যেতে হবে। পাশাপাশি আরও বেশি নাগরিক সুযোগ সুবিধা গড়ে তুলতে সিটি কর্পোরেশন থেকে কাজ করা হবে।