নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি। মঙ্গলবার ফজরের নামাজ পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি শুরু হয়।
মঙ্গলবার (১৮ জুন) ঈদের দ্বিতীয় দিনে অনেকেই পশু কোরবানি করতে দেখা গেছে। তবে ঈদের দিনের তুলনায় এ সংখ্যা অনেকটাই কম।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে ঈদের দিন কসাই না পাওয়ায় কোরবানি করেননি। তারা আজ কোরবানি দিচ্ছেন।
দ্বিতীয় দিনে পশু কোরবানি দেওয়া লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিন সবাই কোরবানি করেন, তাই কসাই না পাওয়াসহ বিভিন্ন সমস্যা থাকে। এ কারণে দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া হয়।
রাজধানী ইস্কাটন, মোহাম্মদপুরে বিপুল সংখ্যক কোরবানি করতে দেখা গেছে এদিন সকালে। তাজমহল রোডে কথা হয় কসাই রহমতের সঙ্গে। তিনি জানান, গতকাল দুপুরে আমাদের জানানো হয় আজকে কোরবানির মাংস কাটাকাটি করতে হবে। সকাল থেকে দুটো গরু জবাইয়ের পর কাটাকাটি চলছে। একই দৃশ্য বাংলামোটর, ইস্কাটনসহ রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা গেছে। গতকাল ঈদের দিনেও অনেকে গাবতলী পশু হাট থেকে কোরবানির পশু কিনেছেন।